Followers

Ad

সাতমুখী আই এস এফ কর্মীদের উদ্যোগে গজল ও কেরাত প্রতিযোগিতা - আই এস এফ বাংলা নিউজ

সাতমুখী আই এস এফ কর্মীদের উদ্যোগে গজল ও কেরাত প্রতিযোগিতা।



     গত ২/৪/২০২৩ রবিবার সাতমুখি আইএসএফ দলের উদ্যোগে সুন্দর গজল কেরাত ও অতিথিবরং অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। সাথে সাথে এই অনুষ্ঠানে প্রায় দেড়শ এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন সকাল আটটা থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে এবং রাত প্রায় আটটা পর্যন্ত প্রতিযোগিতা চলেছে তারপরে ধর্মীয় ইসলামিক অনুষ্ঠান যাকে জলসা বলে সকলেই জানে সেই অনুষ্ঠান হয় এবং অবশেষে সকলের জন্য তাবারকের ব্যবস্থা করে অনুষ্ঠান কমিটি। উক্ত অনুষ্ঠানের মেন উদ্দেশ্য ছিল মানুষকে মানুষের মতো করে দেখায় এবং জনসাধারণ মানুষ যারা বিভিন্ন রকম ভাবে সারা বছর বিভিন্ন রকম কাজকর্মের সাথে জড়িত থাকে তার জন্য সময় করে একটা দিনের একটু আনন্দের অনুষ্ঠান এবং সাথে সাথে যে আগামী পঞ্চায়েত নির্বাচন নির্বাচন নিয়েও বিভিন্ন রকম আলোচনা হয় সাথে সাথে যারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কর্মের সাথে জড়িত তাদেরকে আহবান করে আয়েশের দলের কর্মীরা তারা একে একে এই দলে যেন আস্তে আস্তে আসতে পারে তার একটা উদ্দেশ্য করে চালানো যাবে তার একটা আলোচনা সভার আয়োজন করে।
 
   বর্তমান সময়ে মানুষ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মের মাঝে প্রতারিত হচ্ছে সেই সব মানুষ দুঃখ দুর্দশার মধ্যে থেকেও যখন কোনরকম কোন সুযোগ-সুবিধা পায় না তখন অবশ্যই শাসকদলের অত্যাচার থেকে একটু মুক্তি পেতে মানুষ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় কারণ মানুষ মুখ বুঝে সহ্য করার মতো ক্ষমতা যখন হারিয়ে ফেলে তখন তারা এরকম একটা অবস্থায় চলে আসে সেই বিষয়ে কর্মীরা জনসাধারণের মাঝে তাদের যে কষ্ট দুঃখ সেইসব কথাগুলো তুলে ধরেন এবং তাদেরকে ভালোভাবে যাতে সমাজ এবং সামাজিক ব্যবস্থা চলে তার একটা সুন্দর ব্যবস্থা করা সাথে সাথে যে সকল মানুষ এখনো পর্যন্ত খুব অসহায় তাদের পাশে দাঁড়ানোর একটা প্রতিশ্রুতি জানিয়েছেন। যারা এখনো পর্যন্ত বিভিন্ন রকম ভাবে অত্যাচারিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এই আয়েশের দলের কর্মী বিন্দুরা যাতে ভবিষ্যতে তারা আর কোনো রকম কোনো অত্যাচারের শিকার না হয় সেদিকে ও একটু খেয়াল রাখার কথা জানিয়েছেন এই আয়েশার দলের কর্মীরা আর যারা এখনো পর্যন্ত এইসব অত্যাচারের শিকার হচ্ছে তারা যেন অবশ্যই এইসব আয়েশের দলের কর্মীদের সাথে যোগাযোগ করে যোগাযোগ রাখে এবং তাদেরকে ভালো একটা ব্যবস্থা করার আহ্বান জানাই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS