Followers

Ad

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর নির্ধারিত হয় সেমিফাইনালের লাইনআপ


ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর নির্ধারিত হয় সেমিফাইনালের লাইনআপ


         চার মহাদেশের চার দল। এদের মধ্যে প্রত্যেকেই নিজ নিজ মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সেরার খেতাব পেয়েছেন। ক্লাব বিশ্বকাপের এবারের আসরের সেমিফাইনালটা তাই কিছুটা হলেও বাড়তি নজর কাড়বে ফুটবল ভক্তদের। সেইসঙ্গে চলমান ধারায় এবারই শেষবার ক্লাব বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। ক্লাব বিশ্বকাপের দুই সেমিফাইনালের প্রথমটিতে আগামী ১৮ ডিসেম্ববর আফ্রিকান মহাদেশের চ্যাম্পিয়ন আল আহলি মাঠে নামবে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্সের বিপক্ষে। অন্যম্যাচে ১৯ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের উরাওয়া রেড ডায়মন্ডের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

        গতকাল ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের পর নির্ধারিত হয় সেমিফাইনালের লাইনআপ। যেখানে উত্তর আমেরিকার সেরা ক্লাব লিওনের বিপক্ষে ১-০ গোলের জয় পায় উরওয়া রেডস । আর দিনের অন্য ম্যাচে করিম বেনজেমা, এনগোলো কান্তেম ফ্যাবিনহোদের আল-ইত্তিহাদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মিশরের ক্লাব আল-আহলি। 

        সেমিফাইনালে আল-আহলি নামবে ফ্লুমিনেন্সের বিপক্ষে। গেল মাসেই আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সকে হারিয়ে দক্ষিণ আমেরিকার ক্লাব পর্যায়ের সেরা আসর কোপা লিবার্তোদেরেসের শিরোপা ঘরে তোলে ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, সরাসরি সেমিতে নামবে তারা। দলের কোচ হিসেবে আছেন ব্রাজিলের বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। এদিকে উরওয়া রেডস মাঠে নামবে ইউরোপিয়ান ফুটবলের ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর্লিং হালান্ড, ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশরা এশিয়ান জায়ান্টদের সামনে কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা। আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ২২ ডিসেম্বর। আর ফাইনাল হবে ২৩ ডিসেম্বর শনিবার রাত ১২টায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS