দেগঙ্গার হাদিপুরে আব্বাস সিদ্দিকী ভাইজানের রেকর্ড করা জলসা
আজ ৩১ শে শ্রাবণ ইংরেজি ১৭/৮/২০২৩ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা দেগঙ্গা থানার হাদিপুরে জলসা করলেন ফুরফুরা শরীফের দুই তরুণ তাজা তেজস্বী বক্তা পীরজাদা সাফেরী সিদ্দিকী ভাইজান ও ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদা আলহাজ্ব আব্বাস সিদ্দিকী ভাইজান। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সময় ছিল আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এবং পীরজাদা সাফেরী সিদ্দিকী ভাইজানের সময় রাত দশটা থেকে শেষ মোনাজাত পর্যন্ত। যেটা চোখে লাগার বিষয় সেটা হলো এই আয়োজক কর্তৃপক্ষ তাদের যতটা সম্ভব মানুষের জন্য চেষ্টা করে তৈরি করেছিলেন জলসার প্যান্ডেল তাছাড়া আমরা উপরন্ত দেখতে পেলাম। সে জায়গাতেই মানুষ ধরেনি উপরন্ত চারিদিকে এই বর্ষাকালের সময় বিভিন্ন রকম ভাবে কাদামাটির উপরে বসে বসে জলসা শুনতে দেখলাম ভাইজানের প্রিয় ভক্তদের। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসা উপস্থিত ছিলেন উক্ত ভিডিও ফুটেজ দেখে আপনারা বুঝতেই পারছেন। শুধু তাই নয় ছিল প্রচুর পরিমাণে মহিলা ভক্তবৃন্দ যারা নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে।
আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র দিনের বেলা জলসা হওয়ার কারণে পরে যখন পীরজাদা সাফেরী সিদ্দিকী ভাইজান জলসা করবেন রাত্রে তখন যদি ও এত মানুষের সমাগম থাকবে না তার জন্যই হয়তো আয়োজন কর্তৃপক্ষ এরকম একটা জায়গার ব্যবস্থা করতে বাধ্য হয়েছিলেন আর অবশ্যই বাংলার সর্ব মানুষ জানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান রাতের বেলা জলসা করেন না তার জন্যই দিনের বেলা খোলা মাঠে মানুষ যেখানে খুশি সেখানে বসে আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তব্য অন্তরে গেথে নিয়েছেন। সবচেয়ে বড় কথা হল এটাই। যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতারা মানুষের খাওয়া-দাওয়া গাড়ি ভাড়া রোজ দিয়েও নিয়ে যেতে পারে না তাদের বিভিন্ন মিটিং মিছিলে আর বিকল্পভাবে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোনরকম কোন সাহায্য সুপারিশ কোন মানুষের করেনা কিংবা যাতায়াতের গাড়ি ভাড়ার পয়সাটাও তাদেরকে দেওয়া হয় না তার পরেও মানুষ পাগলের মতো আসে। এই আব্বাস সিদ্দিকী ভাইজানের জলসায় দেখলে মানুষ সত্যিই অবাক লাগে এসব কেমন ভক্ত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য