Followers

Ad

যারা টাকার লোভে শাসকদলের কাছে বিক্রি হল দলে থাকলে তারা দলটাকে বিক্রি করে দিত - isf bangla


যারা টাকার লোভে শাসকদলের কাছে বিক্রি হল দলে থাকলে তারা দলটাকে বিক্রি করে দিত


      শাসক দলের পিছন পিছন ঘুরে কোন পথ বা প্রার্থী হতে পারিনি বলে এসেছিল আইএসএফ দলে।আই এস এফ দলে সুযোগ পাবার পর যখন টাকার লোভ দেখিয়েছে শাসকদল । টাকার লোভে শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছে তাদের জন্য একটুও চিন্তা করার দরকার নেই কারণ তারা এখন শাসকদলের কাছ থেকে ১ লাখ ২ লাখ ১০ লাখ টাকার লোভে তাদের কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে অথচ তারা যদি এই আই এস এফ দলে থাকতো এবং ভবিষ্যতে কোনদিন শাসন ক্ষমতা হাতে পেত সেই সময় তারা জনগণের টাকা অধিক পরিমাণে আত্মসাৎ করত। কারণ এদের চরিত্র টাই এরকমই নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেনা। তবে হয়তো বিগত বছরগুলিতে শাসকদলের পিছনে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করার পরেও কোন রকম কোন পদ বা প্রার্থী হতে পারেনি তার কারণে এই আই এস এফ দলের পিছনে ঘুরে ছিল যাতে তারা একটা সুযোগ পায়, প্রার্থী হতে পারে, শাসন ক্ষমতা হাতে পায়। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অতীতে তাদের নিজেদের ভবিষ্যৎ জীবন সুন্দর করে গড়ে তোলার জন্য যোগ দিয়েছিল এই আই এস এফ দলে। একবার ভেবে দেখুন যারা অল্প টাকার লোভে দলকে ত্যাগ করতে পারে তারা শাসন ক্ষমতা হাতে পেলে কি করতে পারে তাই ওই সব মুখোশধারী লোভী অল্প টাকার বিনিময়ে শাসকদলের কাছে বিক্রি হয়ে গেছে সেটাই ভালো জিনিস। না হলে পরে হয়তো আইএসএফ দলের আরো যারা ভালো মানুষ আছে তারাও ওদের চক্রান্তে পড়ে খারাপ কাজে লিপ্ত হতো।

     মাত্র এক লাখ দু লাখ কিংবা পাঁচ লাখ দশ লাখ টাকায় নিজেকে শাসকদলের কাছে বিক্রি করে এখন তারা বলছে আইএসএফ দল নাকি মুসলিমদের দল আইএসএফ দল কোনদিন মুসলিমদের দল হতে পারে না। আইএসএফ দলের চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের ভালোর জন্য নিজে সবকিছু করতে ইচ্ছুক আপনারা সোশ্যাল মিডিয়াতে এই সব ধরনের ভিডিওগুলো দেখে থাকবে তার নিজের দেওয়া বক্তব্য তবে যারা বোঝার পরেও না বোঝার ভান করে থাকে তাদেরকে বোঝার বোঝানোর ক্ষমতা কোন মানুষেরই নেই তাই সকল মানুষকে বলবো। মাত্র ২ ৫০০ টাকার বিনিময়ে নিজের অধিকার শাসকদলের কাছে বিক্রি করে দেবেন না। নিজের অধিকার নিজের কাছেই রাখুন এবং ভবিষ্যতে দেশটাকে সুন্দর করতে সাহায্য করুন যে দলকে ভালো মনে করবেন সেই দলকেই ভোট দিয়ে শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিন ভোট আপনার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার 500 টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি করে দেবেন না স্বাধীন নিজেকে পরাধীন করে দেওয়ার কাজ করবেন না

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS