আজ শোনপুরে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান রেকর্ড গড়লেন
আজ ৯/৪/2023 শোনপুর ইফতারি ও দোয়ার মজলিসে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধর তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান । পবিত্র রমজান মাস আর বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীক্ষ্ণতাও খুবই চূড়ান্ত তারপরেও মানুষ এই রোদকে উপেক্ষা করে এবং শাসকদলের বাধাকে উপেক্ষা করে মানুষ মৌমাছির মত ঝাকে ঝাকে এসে এইসব ইফতারি ও দোয়ার মজলিস গুলো তারা সাফল্যমন্ডিত করছেন এর জন্য সকল মুসলমান বাপ ভাইদেরকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তানার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন সাথে সাথে কিছু আদেশ কিছু নিষেদের কথাও জানিয়েছেন যার মধ্যে প্রথম বাধা হলো যে সকল ভাইয়েরা বিভিন্ন রকম ইফতার পার্টিতে অংশগ্রহণ করছে তাদের কাছে পীরজাদা আব্বাস সিদ্দিকীর একটি অনুরোধ তারা ওই রকম ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে কারণ ইফতার পার্টি হলো এমনই একটি জিনিস যেখানে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারবে যেটা ইসলাম ধর্ম মান্যতা দেয় না কারণ এক একজন মানুষ যারা পাপ পবিত্র অবস্থায় থাকে না সারাদিন রোজাদারদের মতো রোজা রাখে না তারপরেও তারা সেই সব অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করে এবং ঠিক ইফতারের সময় মাথায় টুপি দিয়ে বসে যায় ইফতারে এই ইফতারটা কোনদিনও ইসলাম মান্যতা দেয় না। তাই সকল মুসলমান ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট তিনি করলেন তারা যেন কোন রকম এইসব ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে।
সাথে সাথে অন্যদিকে মানুষের কাছে আদেশ বা অনুরোধ করলেন যে সকল ভাইদের স্বার্থ আছে তারা যেন যাকাত দেয় ফিতরা আদায় করে এবং পারলে মানুষের অন্য বস্ত্র দিয়ে সাহায্য করে এবং এইরকম ইফতারি মজলিস বা দোয়ার মজলিস আয়োজন করে। কারণ এইসব ইফতারি বা দোয়ার মজলিসে দ্বিগুণ পরিমাণে সওয়াব পাওয়া যায় মানুষ অনেকেই আছে যারা সারাদিন রোজা রাখার পর তাদের ইফতারি ও জোটে না। সেই সকল মানুষের মুখে যদি ইফতারি তুলে ধরা যায় পবিত্র মাসে আল্লাহ পাক সবাইকে অশেষ সবের হকদার বানাই তাই আহলে সুন্নাতুল জামাত এর কর্ণধর তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সকল মুসলমান ভাইদের কাছে অনুরোধ করলেন যারা ইফতারি করার মতো সামর্থ্য রাখে তারা যেন অবশ্যই আশেপাশের সকল মানুষের ইফতারি সামগ্রী দিয়ে একটু সাহায্য করে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য