Followers

Ad

বিশ্বকাপের নায়ক জোগিন্দর শর্মা এখন হরিয়ানা সহকারী পুলিশ কমিশনার

বিশ্বকাপের নায়ক জোগিন্দর শর্মা এখন হরিয়ানা সহকারী পুলিশ কমিশনার

        2007 বিশ্বকাপে ভারতের নায়ক জোগিন্দর শর্মা এখন হরিয়ানার সহকারী পুলিশ কমিশনার হয়েছেন। পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনালে, ভারত প্রথম খেলতে গিয়ে 157/5 স্কোর করেছিল। শেষ 4ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল 54 রান। অনুষ্ঠানের জরুরিতা অনুধাবন করে, মিসবাহ 17তম ওভারে গিয়ার পরিবর্তন করেন এবং হরভজন সিংয়ের এই ওভারে 3টি দীর্ঘ ছক্কা মেরেছিলেন। পরের ওভারে সোহেল তানভীরও ২ ছক্কা মেরে আউট হন। জয়ের জন্য শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল 13 রান। তার 9 উইকেট পড়েছিল। হরভজন সিং ও জোগিন্দর শর্মার 1-1 ওভার বাকি ছিল। ইউসুফ পাঠানকে বোলিং করার বিকল্পও ছিল ধোনির কাছে।

আরও পড়ুন: 👉 দক্ষিণ আফ্রিকা কে মাত্র ১১৬ রান গুটিয়ে ৮ উইকেটে বড় জয় তুলে নিয়েছে ভারত


         অভিজ্ঞ ভাজ্জির বদলে জোগিন্দর শর্মাকে বল দেওয়ার সিদ্ধান্ত নেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জোগিন্দর শর্মা জানান, ওভারের আগে মহেন্দ্র সিং ধোনি তাকে স্বাভাবিকভাবে বল করতে বলেছিলেন। মাহি বলেন, রেজাল্ট নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। জয়ের জন্য শেষ 8 বলে 6 রান করতে হয়েছিল পাকিস্তানকে। যোগিন্দর শর্মার 20তম ওভারের তৃতীয় বলে মিসবাহ-উল-হক স্কুপ শট খেলতে গিয়ে শ্রীশান্তের হাতে ধরা পড়েন। যোগিন্দর শর্মা ভারতকে 5 রানে বিশ্বকাপ জেতালেন। যোগিন্দর শর্মা বলেন, সেই সময়েও আমি ভারতের প্রতি দায়িত্ব পালন করছিলাম। আজ আমি এসিপি অর্থাৎ সহকারী পুলিশ কমিশনার হিসেবে দেশের সেবা করছি। ভারতের বিশ্বকাপের নায়ক এবং হরিয়ানার সহকারী পুলিশ কমিশনার জোগিন্দর শর্মাকে শুভেচ্ছা জানান। 

আমরা হোয়াটঅ্যাপে আছি  Clikc to join

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS