ক্যানিং পূর্ব-বিধানসভা কাঁপাতে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান
আজ ১৬ই এপ্রিল ২৪ শে রমজান ক্যানিং পূর্ব বিধানসভা কাঁপাতে আসছেন ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধর তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। ক্যানিং পূর্ব বিধানসভার মাধবপুর তালদিঘিতে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। অনুষ্ঠানসূচিতে থাকছে ইফতার ও দোয়ার মাহফিল উক্ত দেওয়ার মাহফিল এর মাধবপুর তালদিঘির আশেপাশের গ্রামবাসীবৃন্দরা একত্রিতভাবে এই ইফতারি ও দোয়ার মাহফিল টা আয়োজন করেছে সর্বোপরি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে দাওয়াত করেছেন তারা উক্ত মাহফিলে আসার জন্য এবং সকল মুসলমান ভাই এই ইফতার ও দোয়ার মাহফিল সম্পর্কে অবগত আছেন। এই ইফতারি মাহফিল ও দোয়ার মজলিস এমনই একটা অনুষ্ঠান প্রত্যেক বছর যেমন ঘুরেফিরে আসে রমজান মাস তেমনি আসে এই ইফতারি মাহফিল ও দোয়ায় মজলিস প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনেরা যারা বিশেষ করে গরিব দুস্থ অসহায় তারা তাকিয়ে থাকেন এইসব অনুষ্ঠানের দিকে কারণ যাদের বাড়িতে জাঁকজমক ভাবে ইফতারি করা সম্ভব হয় না বা করার সামর্থ্য হয় না তারা এইসব অনুষ্ঠানে গিয়ে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটা উপভোগ করে সাথে সাথে ইফতার ও তারা একটু ভালো পায়। তার জন্য মানুষ এইসব দিনগুলোর অপেক্ষায় থাকে আর বলাই বাহুল্য এই মাসে যেসব ধনী মধ্যবিত্ত মানুষ বসবাস করে তারা এইসব দিনগুলোতে বেশি বেশি উপভোগ করা যায় ।
বর্তমান সময়ে আমরা কিছু রাজনীতিক নেতাদের দেখে থাকি যারা এইসব ইফতার ও দোয়ার মাহফিলকে ইফতার পার্টিতে পরিণত করেছে। তারা এইসব দিনগুলোতে শাসক দল হিসাবে সাধারণ মানুষের কাছে যায় এবং তাদের যে পার্টির একটা বিরাট ধরনের সুযোগ সুবিধা তারা উঠানোর চেষ্টা করে কারণ এইসব দিনগুলোতে তারা জনসাধারণ মানুষের কাছে যায় এবং তাদেরকে বিভিন্ন রকম বোঝায় এবং তাদের মূল্যবান ভোট গুলোকে এইসব রাজনৈতিক নেতারা হাতানোর চেষ্টা করে তবে বলাই বাহুল্য আস্তে আস্তে মানুষের চোখ খুলে যাচ্ছে শিখেছে মানুষ অনেক কিছু কারণ এইসব জায়গায় যে সকল মানুষরা আসে ভোট সংগ্রহ করার আশায় তারা প্রকৃতপক্ষে কেউ হয়তো বেধর্মী কেউ ধর্মের মধ্যে থেকেও বেধর্মীদের মতো আচার-আচরণ এই দেখে মানুষ আর এইসব মানুষের ফাঁদে পড়তে চাইছে না, কারণ আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে, মানুষের জ্ঞান হচ্ছে তারা বুঝতেই পারছে মানুষ কিভাবে তাদেরকে বোকা বানাচ্ছে তাই প্রত্যেকটা মানুষের অবশ্যই বোঝা দরকার যে তার মূল্যবান ভোটটি সে কোথায় দিচ্ছে এবং যারা ভোটগুলো নিচ্ছে তারা প্রকৃতপক্ষে জনসাধারণের জন্য কোনো রকম কোনো কাজ করছে কিনা সেটাই দেখার বিষয়।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য