Followers

Ad

ক্যানিং পশ্চিম বিধানসভার তালদি খিরিশতলা ISF কর্মী সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

ক্যানিং পশ্চিম বিধানসভার তালদি খিরিশতলা ISF কর্মী সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


        ৫/৪/২০২৩ বুধবার ভাঙ্গড় বিধানসভার বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী ক্যানিং পশ্চিম বিধানসভার তালদি গ্রাম পঞ্চায়েতের খিরিশ তলায় দানের দলের কর্মীসভা সম্পূর্ণ করেন উক্ত কর্মী সভায় প্রচুর জনগণের ভিড় এবং মানুষ প্রচুর হারে সামিল হয়েছিল এই কর্মী সবার অনুষ্ঠানে একটা সম্মেলনে যত মানুষ হয় সেরকম মানুষ দেখতে পাওয়া গিয়েছে এই আইএসএফের কর্মী সভায় আরো বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়েছে প্রচুর মানুষ শাসক দল বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে এই মিটিংয়ে আসার পথে মানুষ বিভিন্ন জায়গায় বাধা প্রাপ্ত হয়েছে। এ কথা উল্লেখ করেন উক্ত সভা থেকে পীরজাদা নওশাদ সিদ্দিকী।  এই কর্মী সভায় পীরজাদা নোট আছে দিকের মেন ভূমিকা ছিল আসছে গ্রাম পঞ্চায়েতে যে নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে দানা দল কিভাবে পরিচালিত হবে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় কর্মী থেকে নিয়ে জনসাধারণের মাঝে একটা গভীর আলোচনা করলেন তিনি। বক্তব্য সাপেক্ষে বললেন প্রত্যেকটা কর্মী তার এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে এবং খুব সুন্দর ভাবে সকল মানুষকে বোঝাতে হবে আইএসএফের দল সম্পর্কে এবং যখন বিভিন্ন জায়গায় পথসভা হবে সেইসব পথসভা থেকে মানুষ যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে আর যখন পথসভা হবে সেই পথসভা থেকে দলের কোন মানুষ যেন রাস্তার কোন মানুষের প্রতি কোন রকম কোন ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সেইসব বক্তব্য যেন না তারা প্রকাশ করে এবং যদি কোন রাস্তার মানুষ তার সাথে ঝগড়া না করে যেন তাকে ভালো বলে সেখান থেকে চলে আসা যায় এইসব কথা জানিয়েছেন ভাঙ্গরের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী।


তালদি খিরিশতলা ISF কর্মী সভা

       মানুষের অধিকার সম্পর্কে পীরজাদা নওশাদ সিদ্দিকী আরো বলেন যেসব মানুষ আইসে দলের হয়ে বিভিন্ন জায়গায় নির্বাচিত হবে সেই সব মানুষের তার ব্যক্তিগত সম্পত্তি কতটা থাকবে না থাকবে সেটা আই এর দলের রাজ্য কমিটির কাছে হিসাব থাকবে এবং পরবর্তীতে প্রত্যেক বছরে বছরে তার সম্পত্তির হিসাব নিকাশ দিতে হবে এই রাজ্য কমিটির অফিসে যদি সঠিক হিসাব দিতে পারে তাহলে তাকে রাখা হবে সেই পদে আর যদি সে তার সম্পত্তির কোন হিসাব নিকাশ রাজ্য কমিটির কাছে না দিতে পারে তাকে দল থেকে বহিষ্কার করা হবে সাথে সাথে তাকে তার অপরাধের কারণে পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভাঙ্গরের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব।

          এই প্রসঙ্গে বলে রাখি উক্ত অনুষ্ঠানে প্রচুর কর্মী থেকে শুরু করে বিভিন্ন রকম আর রাজনৈতিক মানুষ তারাও এসেছিলেন নতুন ভাবে আইএসএফ দলে অংশগ্রহণ করার জন্য এবং আইএসএফের হয়ে পঞ্চায়েত নির্বাচনের লড়ার জন্য তারা এসেছিলেন উক্ত অনুষ্ঠানে সেখান থেকে তারা তাদের দায়িত্ব বুঝে নিয়ে যে যার বাড়িতে চলে যায় এবং খুব সুন্দর শান্ত সৃষ্টভাবে অনুষ্ঠানটি পরিচালনা হয় কোনরকম ঝামেলা ছাড়াই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS