ভাঙ্গরে পা রাখতে চলেছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান
আর কিছুক্ষণের মধ্যেই ভাঙ্গরে পা রাখতে চলেছে লক্ষ কোটি যুবকের আইকন তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আজ ৭/ ৪/ ২০২৩ শুক্রবার রমজানের ১৫ তারিখ অর্থাৎ ১৫ টা রোজার দিন ভাঙ্গড় বিধানসভার এক নম্বর অঞ্চলের বড়ালী ফুটবল মাঠে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। অনুষ্ঠানটা হচ্ছে দোয়া ও ইফতারি মজলিস। ভাঙ্গর মানে রাজনীতির একটা সবচেয়ে বড় উল্লেখ্য জায়গা যেখান থেকে বলতে গেলে রাজনীতির সূচনা তৈরি হয় সেই জায়গায় আজকের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কর্ণধর তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দোয়া ও ইফতারি মজলিসে আসছেন সেই নিয়ে আজ গত তিনদিন ধরে খুব জমজমাট ভাবে আয়োজন করা হচ্ছে সমগ্র মাঠ এবং সাথে সাথে চারিদিকে বসার ব্যবস্থা এবং উপরে ছাউনি কারণ চলছে পবিত্র রমজান মাস সকল রোজাদারেরা এই ইফতারি মজলিসে অংশগ্রহণ করবে। আর সেই কারণে অবশ্যই একটু ভালো বসার জায়গা সাথে সাথে সুন্দর উপরের ছাউনি বলাই বাহুল্য সাধারণ মানুষ ভাইজানের প্রতি কতটা আকৃষ্ট সেটাই বলাই বাল্য যতক্ষণ না অনুষ্ঠান শুরু হবে ততক্ষণ সেটা বলা সম্ভব হবে না যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্তের মানুষ জেনে গিয়েছে আজকের ে ভাঙ্গড় গোড়ালিতে আসছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই অনুযায়ী মানুষের ঢল কিন্তু নামবে আসবে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভাইজানের ইফতারের মজলিসে সেখান থেকে তারা দোয়া নিয়ে যে যার বাড়িতে যাবে এবং যে আগামীতে পনেরোটা রোজা বাকি সেই রোজাগুলো তারা ভালোভাবে পালন করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেখান থেকে বাড়ি যাবে।
অপরদিকে যারা আছে তৃণমূল দলের নেতৃত্ব তারা কিন্তু অবশ্যই এই সুন্দর ইসলামিক অনুষ্ঠানটি দেখে তাদের গা জ্বলবে কারণ তারা কোনদিনও চায় না যে ভাঙ্গরে এরকম একটা ইসলামিক ইত্যাদি অনুষ্ঠান বা দোয়ার মজলিস হোক আর সেই অনুষ্ঠানে প্রচুর পরিমাণে জনসাধারণ এক জায়গায় হোক তারা কোনদিনই চায় না তাই সকল মানুষের কাছে আবেদন নিবেদন যে যেভাবেই পারেন অবশ্যই উক্ত অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করবেন এবং ইফতারি অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করবেন যেহেতু এটা ছোট ভাইজান এর বিধানসভা সেতু সেখানে সকল মানুষের আসা খুব জরুরী।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য